ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ হুজি সদস্য ৭ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
চুয়াডাঙ্গায় ২ হুজি সদস্য ৭ দিনের রিমান্ডে চুয়াডাঙ্গার আদালতে ২ হুজি সদস্য। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হরকাতুল জিহাদের (হুজি) ২ সদস্যকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে আমলী চুয়াডাঙ্গা আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

হুজি সদস্যরা হলেন- মাগুরা জেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (৩৬) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারইহাটি গ্রামের আব্দুল গাফফারের ছেলে বাবলুর রহমান বাবু ওরফে কামাল ওরফে রনি (২৩)।

গত ১ মার্চ ভোররাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের এমএম ফিলিং স্টেশনের পাশ থেকে আব্দুল্লাহ আল মাসুদ ও বাবলুর রহমান বাবুকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর একটি দল।

এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে জিহাদী বই, ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বুধবার দুপুরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।