অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৩৫), একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪০) ও কেওড়াতলা গ্রামের নিরঞ্জন মন্ডল (২৮)।
ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবু জানান, কৈখালী বন অফিস থেকে পাশ নিয়ে সুন্দরবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছ ধরার সময় বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা তার তিন সহযোগী জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, জেলে অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএস