ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলীতে পুকুরের পানিতে ডুবে রাবেয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু রাবেয়া আমতলীর হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের শহীদ প্যাদার মেয়ে।

বরগুনা: আমতলীতে পুকুরের পানিতে ডুবে রাবেয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশু রাবেয়া আমতলীর হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের শহীদ প্যাদার মেয়ে।

শহীদ প্যাদা বাংলানিউজকে বলেন, রাবেয়া পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোজাঁখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।