বুধবার (২২ মার্চ) সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আগামী ২৭ মার্চ (সোমবার) শুনানির দিন ধার্য করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী।
রাঙ্গামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোকাদ্দেস জানান, আমাদের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গত ১৯ মার্চ রাত আটটার দিকে জেলা প্রশাসক (ডিসি) বাংলো পার্ক এলাকা থেকে ওই ৬ জনকে আটক করে।
২১ মার্চ সকালে অভিযুক্তদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত ২২ মার্চ শুনানির দিন ধার্য করেন। ২২ মার্চ বুধবার সকালে অভিযুক্তদের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। কিন্তু অভিযুক্তদের পক্ষে চারজনকে অপ্রাপ্ত বয়স্ক দাবি করা হলে রিমান্ড শুনানি না করে আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে এ ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন- লালমনিরহাট জেলার ঢেউটিরহাট খামার টাডি এলাকার আব্দুল গফুরের ছেলে হারুন অর রশিদ (৩০), রাঙ্গামাটি জেলার পাবলিক হেলথ এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল আলম (১৮), চট্টগ্রাম জেলার মোহাম্মদপুর এলাকার সিরাজুল আলমের ছেলে মো. ইউসুফ বিন সিরাজ (৩০), রাঙ্গামাটির নানিয়ারচার উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মৃত আব্দুল বারেকের ছেলে মো. মোস্তফা কামাল (১৯), একই জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মো. জামাল উদ্দীনের ছেলে মো. সাখাওয়াত হোসেন (১৬) ও চট্টগ্রাম জেলার পাইনদং এলাকার এনামুল হকের ছেলে মো. ইরফানুল হক (১৭)।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএম/