ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
মাগুরায় কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় কার্ভাডভ্যানের ধাক্কায় আকামত হোসেন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আকামত হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১ টায় আকামত হোসেন মোটরসাইকেলযোগে শ্রীপুর উপজেলা সদরে যাচ্ছিলেন।

এ সময় ছাবিনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘দি একমি’ কোম্প‍ানির একটি কার্ভাডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালকসহ কার্ভাডটি আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।