ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২২ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ দণ্ড দেন।  

দণ্ডিতরা হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান, কর্মকর্তা রতন প্রভা হালদার ও মো. ইব্রাহিম খলিল।

রায় ঘোষণার সময় রতন প্রভা হালদার আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি দু’জন পলাতক।

দণ্ডিত দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার মো. জয়নাল আবেদীনর ছেলে, রতন প্রভা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজার এলাকার প্রভাষ মন্ডলের স্ত্রী ও ইব্রাহিম খলিল একই উপজেলার আউরিয়া এলাকার মোকছেদ আলীর ছেলে।  

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২০ জুন থেকে ৭ জুলাই দণ্ডিতরা ৯ সদস্যর নামে ৮৫ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। ওই টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।  

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক নাজিমউদ্দিন তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।  

বিচারক ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।