ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভাষা শহীদ জব্বারের ছেলেকে কল্যাণ ভাতার চেক প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ভাষা শহীদ জব্বারের ছেলেকে কল্যাণ ভাতার চেক প্রদান ভাষা শহীদ আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদলের হাতে কল্যাণ ভাতার চেক তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন

ময়মনসিংহ: ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদলকে বার্ষিক কল্যাণ ভাতা হিসাবে এক লাখ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কক্ষে তার হাতে এ চেক তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বার্ষিক কল্যাণ ভাতা হিসাবে এ চেক তুলে দেওয়া নুরুল ইসলাম বাদলের হাতে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।