সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় বিচারিক আদালত সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানাগুলো গ্রহণ করেন। তিনি সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে পরোয়ানাসহ কারাগারের ভেতরে ঢুকেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আর মুফতি হান্নান ও বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তবে তিনজনেরই প্রিজনার্স হিসেবে আইন অনুসারে সিলেটের সিনিয়র জেল সুপার তাদের মৃত্যু পরোয়ানা নিয়েছেন বলে জানান সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মহিউদ্দিন।
তিনি বাংলানিউজকে জানান, ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজের রায় ট্রাইব্যুনালে এসে পৌঁছে বিকেলে। রিভিউ খারিজ ও ফাঁসির চূড়ান্ত রায় প্রদানকারী সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কুরিয়ারযোগে বিচারিক আদালত হিসেবে রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পাঠান। ফ্যাক্সেও এর অনুলিপি আসে।
এরপর আইন অনুসারে ফাঁসি বহাল রাখা সর্বশেষ এ রায়ের ভিত্তিতে দণ্ডপ্রাপ্তদের মৃত্যু পরোয়ানা তৈরি হলে তাতে স্বাক্ষর করেন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক মকবুল আহসান।
সিনিয়র জেল সুপার ছগির মিয়া বাংলানিউজকে জানান, ওই ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক বিপ্লব গোস্বামী যেহেতু প্রথমে মামলায় ফাঁসির রায় দিয়েছিলেন, সেহেতু বর্তমান বিচারক মকবুল আহসান তিনজনের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। তিনি স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে মৃত্যু পরোয়ানার কাগজ নিয়ে এসেছেন।
রিপনেরটা রেখে এখান থেকে বাকি দু’জনের মৃত্যু পরোয়ানা ঢাকা ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলেও জানান সিনিয়র জেল সুপার।
এর আগে বিকেলে আইনজীবীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে কারা কর্তৃপক্ষকে জনিয়েছেন এ কারাগারে থাকা দেলোয়ার হোসেন রিপন। যদিও দুপুরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছিলেন তিনি। কারা কর্তৃপক্ষকে বলেছিলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবেন।
ছগির মিয়া বাংলানিউজকে বলেন, ‘বুধবার বেলা বারটার দিকে ফাঁসির রায়ের বিরুদ্ধে জঙ্গিদের রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় রিপনকে। এরপর তার কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, তা জানতে চেয়েছিলাম আমরা। জবাবে রিপন বলেছিলেন, তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানাবেন। বিকেল পৌনে পাঁচটার দিকে আইনজীবীর মাধ্যমে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি’।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে কারা কর্তৃপক্ষকে সকালেই জানিয়েছেন কাশিমপুরে থাকা মুফতি হান্নান ও বিপুল। তাদেরকেও রিভিউ খারিজের রায় পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, তা জানতে চান কারা কর্মকর্তারা। হঁ্যা সূচক জবাব দিয়ে প্রাণভিক্ষার আবেদন জানানোর কথা জানান মুফতি হান্নান ও বিপুল।
জঙ্গিরা প্রাণভিক্ষার আবেদন জানালে আইন অনুসারে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ আবেদন প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত ও জেলকোড অনুসারে ২১ থেকে ২৮ দিনের মধ্যে (২১ দিনের আগে নয়, তবে ২৮ দিনের মধ্যে) তিন জঙ্গির ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
**আইনজীবীর মাধ্যমে প্রাণভিক্ষা চাইবেন রিপনও
** মুফতি হান্নান ও বিপুলের কাছে কাগজ-কলম
** প্রাণভিক্ষার বিষয়ে পরে জানাবেন রিপন
** প্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান-বিপুল
** ফাঁসির রায় শুনলেন মুফতি হান্নান-বিপুল
** মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় কাশিমপুরে
** রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে
** রিভিউ খারিজের রায় যাচ্ছে সাত জায়গায়
** এখন শুধু রায় শোনা ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা
** মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় প্রকাশ
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এনইউ/এএসআর