বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।
তিনি জানান, অভিযানে শহরের বিদ্যাময়ী স্কুল থেকে টাউনহল পর্যন্ত রাস্তার দু’পাশে সব অবৈধ দখল সরানো হয়। অভিযানে ১৯টি দোকানকে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ১৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন পার্কের ভ্রাম্যমাণ হকার ও দোকান সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ফয়সল বিন করিম।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএএএম/জেডএস