ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
মুলাদীতে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

বরিশাল: বরিশাল মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আনা হলে বুধবার (২২ মার্চ) বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মহাসিন মৃধা (২৫), জুয়েল খাঁ (৩০), শহিদুল ইসলাম (১৮), লালন ফকির (৩০) ও হাদিম আলীকে (৫৪)।

এদের বাড়ি মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নে।

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) উত্তম কুমার বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ১০টায় আড়য়াল খাঁ নদের রামচর খেয়াঘাট এলাকা থেকে অবৈধ এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও পাঁচ জেলেকে আটক করা হয়।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান এসআই উত্তম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।