বুধবার (২২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. মান্নানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়েছে, তারা হলেন- আলমগীর হোসেন (২৮), রুবেল (২৪), জামাল (৫০), তোফায়েল (১৯), মোতাহার (৬০) ও গনি (৬০)।
ভোলা সদর সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের একটি টিম তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় ওই নদীর ভেলুমিয়া পয়েন্টে মাছ ধরার সময় জালসহ ছয় জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।
মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ করা নিষিদ্ধ। এছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এসব এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/এইচএ