বুধবার (২২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালী থানা পুলিশ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টার ইলিয়াস হোসেন ও ক্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
মো. শাহ শোয়াইব মিয়া বাংলানিউজকে জানান, কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন অপরাধে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে খান স্টোর, মানিক স্টোর, প্রিয়াংকা হোটেল, বিসমিল্লাহ্ হোটেল, আল-আমিন হোটেল এবং মিজান বেকারিসহ ছয়টি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসআরএস/জেডএস