এছাড়া অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাস কারাদণ্ডের আদেশ দেন।
বুধবার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত এ সাজার আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো, বিজয়নগরের নলগড়িয়ার বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাসেম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. জুনায়েদ ও পৈরতলার জসিম মিয়া।
মামলার বাদী এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান পলাশ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রায়ের পর বুধবার বিকেলে তিনি জানান, মাদক সংক্রান্ত খবর সংগ্রহে গেলে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি এসএ টিভির ’খোঁজ’ টিমের উপর বিজয়নগরের মিরাসানী এলাকায় হামলা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসএইচ