মেঘনা থেকে একশ মণ পোয়া মাছ জব্দ/ফাইল ছবি
ভোলা: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০০ মণ পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় মেঘনার ইলিশা পয়েন্ট থেকে কোস্টগার্ড এগুলো জব্দ করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাজ্জাদুর রহমান জানান, ইলিশা থেকে ২৯ ঝুড়ি মাছ ট্রলার থেকে ঢাকাগামী একটি লঞ্চে উঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে কোস্টগার্ডের টহল দল মাছ আটক করে।
এতে প্রায় ২০ ঝুড়ি পোয়া মাছ ছিলো। এসব মাছ ঢাকায় পাচার করা হচ্ছিল বলেও জানান তিনি।
মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম থাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।