বুধবার (২২ মার্চ) বিকেলে আদালতের পেশকার গোলাম নবী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার দু’জন আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে এজলাস কক্ষে উপস্থিত করায় তাৎক্ষণিক কোর্ট পুলিশের পরিদর্শককে আদালত তলব করেন। এসময় কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম হাজির হয়ে আদালতকে বলেন, ডান্ডাবেড়ি পুলিশ লাগায় না।
গোলাম নবী আরো বলেন, এ বিষয়ে অবগতির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ডান্ডাবেড়িটা হলো লোহার রিং। এর একপাশ খোলা থাকে। আসামিদের পায়ে পরিয়ে খোলা পাশটি লোহা দিয়ে লাগিয়ে দেয়া হয়। এই ডান্ডাবেড়ি কোর্ট পুলিশের খোলার বা লাগানোর লোক নেই। যারা কারাগারে ডান্ডাবেড়ি লাগিয়ে দেয় তারাও আসামি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ আদালতের নির্দেশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেবো।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএম/