বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ওই এলাকার শহিদনগর ৪ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. ইব্রাহিম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাসার আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তার স্বামী নূরে-আলম ও তাদের দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা পালিয়ে গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। ময়ন তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এজেএস/ওএইচ/এমজেএফ