ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় অটোরিকশা চোরচক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ছাগলনাইয়ায় অটোরিকশা চোরচক্রের সদস্য আটক

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য আবুল হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।  

আটক আবুল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শ্যামপুর গ্রামের কলিম উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান ও রামগঞ্জ থানাধীন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করা হয়।
 
গত ৯ মার্চ অটোরিকশা চুরি হওয়ার পর মালিক মো. হানিফ রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডি’র সূত্র ধরে উভয় থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পেশাদার অটোরিকশা চোর চক্রের এ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ছালেহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।