বুধবার (২২ মার্চ) ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চ মিলনায়তনে সিএনএস আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমি সব বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতাম। খুব চিন্তা-ভাবনা করে উত্তর দিতো। ডিজিটালাইজেশন সম্পর্কে খুব ইন্টারেস্টেড ছিলো। দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলো।
আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রীর আনিসুল হকের ছোট ভাই ও সিএনএস’র চেয়ারম্যান আরিফুল হক রনি ১০ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাসপাতালে মারা যান।
দোয়া মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও বন্ধু-বান্ধবসহ সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এএম/ওএইচ/এসএইচ