বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকালের দিকে ওই স্কুলছাত্রী নিজ কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এছাড়া আত্মহত্যার কারন বলা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বিএস