বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এর আগে বুধবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় এ অটো রিকশার সঙ্গে ওড়না পেচিয়ে গুরুতর আহত হন ওই তরুণী।
জান্নাত (২১) বাবুগঞ্জ উপজেলার আইয়ুব আলী খানের মেয়ে।
নিহতের চাচা আবু তালেব জানান, গত সোমবার তার বাড়িতে বেড়াতে আসে জান্নাত। বুধবার সন্ধ্যায় বাবুগঞ্জ বাজার থেকে কাজ শেষে অটো রিকশায় চড়ে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদেহ সূরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএস/বিএস