বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক আবু হানিফ ঢাকা ফতুল্লা এলাকার লাল মিয়ার ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ভোরে হাইওয়ে সড়কের বেলনগর এলাকায় মাগুরা থেকে-ফরিদপুরমুখী একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ হেলপারের মুত্যু হয়। মুমূর্ষ অবস্থায় পিকআপ চলককে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপ পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি