বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন, বছির মিয়া ও জয়নাল মিয়ার তিনটি ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিন গুদামে থাকা ঝুট আগুনে পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরএস/আরআইএস/জেডএস