ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তিন ঝুট গুদামে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩০ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
গাজীপুরে তিন ঝুট গুদামে অগ্নিকাণ্ডে ক্ষতি ৩০ লাখ ঝুট গুদামে আগুন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ী আমবাগ এলাকায় তিনটি ঝুট গুদামে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন, বছির মিয়া ও জয়নাল মিয়ার তিনটি ঝুট গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিন গুদামে থাকা ঝুট আগুনে পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।