বুধবার (২২ মার্চ) দিনগত রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
সেলিনা বেগম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তালতলা গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি বাস তল্লাশি করা হয়। এসময় ৪২ বোতল ফেনসিডিলসহ সেলিনা বেগমকে আটক করা হয়।
তিনি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার টিএনটি কলোনীর আউটপাড়ার ৫২০নং ভাড়া বাড়িতে থেকে মাদক ব্যবসা চালিয়ে চালাতেন। এই ঘটনায় গুরুদাসপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি