বুধবার (২২ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আমিনুল ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকার চক-ভবানীপুর গ্রামের সামছুল হক নিদুর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে পত্নীতলা বাসস্ট্যান্ডের কিছু দূরে আমিনুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
আমিনুলের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি