বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্তের একটি জঙ্গলের মধ্য থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মো. নাজির উদ্দিন ও তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন ও তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ ও তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীরের নাম জানা গেছে।
আটককৃতদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বাংলানিউজকে জানান, কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে আটক বাংলাদেশিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জেডএস