আটককৃতরা হলেন- আফজাল আহমেদ (৩৩), শরীফ আলমগীর (৪৫) ও শরীফুল আহমেদ মোহন (২৩)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২টায় র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফিরোজ কাউসার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২২ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদপুর হাইস্কুল থেকে তাদের আটক করা হয়।
এ চক্রের সদস্যরা ফেসবুক ও ই-মেইলের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাত করে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতারক চক্রের সদস্যরা আন্তর্জাতিক কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ফেসবুক ও ই-মেইলে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যোগাযোগ গভীর করে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসজেএ/জেডএস