বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে তরিকুল তার খালাতো ভাই তৌফিকুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে যশোর যাচ্ছিল। মুলজান এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তরিকুল। এ সময় তৌফিকুর গুরুতর আহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই আলমগীর।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরআইএস/আইএ