ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দেয়াল ধসে নারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
সৈয়দপুরে দেয়াল ধসে নারীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট পানির ট্যাংকি এলাকায় দেয়াল ধসে আসমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগম কাজীহাট পানির ট্যাংকি এলাকার মৃত রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে আসমা বেগমসহ কয়েকজন মাটি নেওয়ার জন্য পানির ট্যাংকি এলাকায় যান। এসময় তারা পানির ট্যাংকি এলাকার মাটি কাটার সময় দেয়াল ভেঙে আসমা বেগমের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও চার জন আহত হন। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

পৌর কাউন্সিলর কাজী হায়দার বাংলানিউজকে জানান, দেওয়াল তৈরির ঠিকাদারে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ‍মার্চ ২৩, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।