বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হাই ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।
শেরপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর হোসেন বাংলানিউজকে জানান, শ্যালক আশরাফ আলীর সঙ্গে দুলাভাই আব্দুল হাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে সকালে শালা-দুলাভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক আশরাফ আলী ধারালো অস্ত্র দিয়ে দুলাভাই আব্দুল হাইকে আঘাত করেন। এতে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি