বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার উজাল সিং গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিপন ওই গ্রামের গোলাই সরকারের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্যক্তিগত জীবনে শিপন তিনটি বিয়ে করেন। কিন্তু পারিবারিক অশান্তির কারণে কিছুদিন আগে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত ১৮ মার্চ তৃতীয় স্ত্রীও চলে যাওয়ায় অশান্তিতে ভুগছিলেন তিনি। বুধবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে দেখেন ঝুলন্ত মরদেহ। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান ফারুকুল।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এসএইচ