বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে এ সংক্রান্ত চুক্তিতে জাপানে রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. এস এম নজরুল ইসলাম নিজ-নিজ পক্ষে স্বাক্ষর করেছেন।
এ সময় জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. ইসলাম এ প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য জাপান সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রস্তাবিত উন্নত অডিও-ভিজ্যুয়াল সুবিধা ব্যবহার করে জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং পরিবেশ সম্পর্কিত বিষয়ে চিড়িয়াখানার দর্শনার্থী, শিক্ষার্থীরা ও গবেষকরা উপকৃত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান ও বাংলাদেশের জনগণের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীদ্বয়ের আন্তরিক ইচ্ছার কথা স্মরণ করে রাষ্ট্রদূত ওয়াতানাবে বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরআইএস/আরআই