বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন- ভোলা সদরের ভেলুমিয়া পাকিস্তান বাজার এলাকার মৃত জসমত আলীর ছেলে হারুন (৩৫) এবং ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের আসমত আলীর ছেলে জাফর (৩৪)।
ভোলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুপ কুমার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল স্কুল সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সন্দেহভাজন মাদক বিক্রেতাকে আটকের পর তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। ফেনী থেকে লক্ষ্মীপুর হয়ে নৌপথে তারা এসব গাঁজা ভোলায় নিয়ে আসে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি’র এসআই রুপ কুমার।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জিপি/এসএইচ