বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাতক্ষীরার তুজলপুর কৃষক ক্লাবের সহায়তায় তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার কাছে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন- সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের নজরুল ইসলাম, সোনাই, ইউসুফ গাজী, নুর মোহাম্মদ, মাহমুদুল হক বাবু, আছাদুল ইসলাম, পাথরঘাটা গ্রামের সোহরাব হোসেন, আশরাফুল হোসেন, জেসমিন, পরোয়ার, গোলাম সরোয়ার ও আশরাফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক যুগ্ম সম্পাদক ও তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, তুজলপুর কৃষক ক্লাবের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে সদর উপজেলার ১২ জন মাদক ব্যবসায়ী আর মাদক বেচাকেনা করবে না বলে শপথ নিয়ে আজ আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় তারা আত্মসমর্পণ করেছে মর্মে থানায় সাধারণ ডায়রি (জিডি)করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জেডএম/