বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবরিনা ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
নিহত রফিকুল চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের খাস ধলাই গ্রামের নায়েব আলী শেখের ছেলে। তিনি নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের আইয়ূব আলী তালুকদারের বাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজানী গ্রামের আবু তালেবের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন রফিকুল। তাকে সহযোগিতা করছিলেন আবু তালেব। এ সময় ওই ঘরে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আবু তালেব হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জিপি/টিআই