বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগড়া বাইপাসগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি টেম্পুকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই টেম্পুর ৭ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
এসময় চিকিৎসক ওই দুই যাত্রীকে মৃত ঘোষণা করে। অন্য ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ৩০-৩২ বছর।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসকি চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, ওই ঘটনায় ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অন্য ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরএস/এসএইচ