স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) চলতি ৬১তম সেশন উপলক্ষে আয়োজিত ‘অ্যানহ্যান্স স্যোসাল প্রটেকশন ফর পোভার্টি রিডাকশন অ্যান্ড ওমেন্স ইমপাওয়ারমেন্ট’ শীর্ষক সাইড ইভেন্টে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও কানাডা সরকার ইভেন্টটির যৌথ আয়োজক এবং সহযোগিতা করেছেন সংগঠন ‘ফাও’ ও ‘বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’।
মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা নারীর সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১৪২টি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে যেখানে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী।
বিশ্বব্যাংকের হিসাব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার ২৩ দশমিক ২ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা এমডিজি বাস্তবায়নে সফল হয়েছি। ২০৩০ সালের আগেই এসডিজি’র সব লক্ষ্য অর্জনে সক্ষম হবো।
ইভেন্টটির সঞ্চালনা করেন ডব্লিউএফপি’র মিজ্ ম্যানন হাওয়ার্ড। অনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘মাল্টি সেক্টোরাল প্রোগ্রাম অন ভায়োলেন্ট এগেনিস্ট উইমেন’ প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আইএ