ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকা: গণপরিবহনে গণনৈরাজ্যের বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ গণ-ঐক্য পার্টি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রে ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আইনে সিটিং সার্ভিস বলে কিছু নেই।

কিন্তু বাসের মালিকরা যাত্রী হয়রানির এই ষড়যন্ত্রমূলক কাজটি নিয়মিত করে চলেছেন। যার ফলে দুর্ভোগের স্বীকার হচ্ছেন যাত্রীরা।  

গণপরিবহনে আরেকটি বড় সমস্যা, গাড়ির আকারের তুলনায় অধিক সংখ্যক সিট রাখা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদিত সিটের চেয়ে বেশি সিট রাখায় যাত্রীদের বসতে কষ্ট হয়। চালকসহ ৩১ সিটের বাসে বহন করা হয় ৫০ জনেরও অধিক যাত্রী।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে নগরীর পরিবহন ব্যবস্থায় চলছে সবচেয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি। অধিকাংশ বাসে সিটিং সার্ভিসের নামে চলছে ‘চিটিংবাজি’। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাওয়া যায় না।

আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনের আরও নেতা কর্মী।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসটি/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।