ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্ব আবহাওয়া দিবসে সিলেটে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
 বিশ্ব আবহাওয়া দিবসে সিলেটে র‌্যালি সিলেটে র‌্যালি, ছবি: আবু বকর

সিলেট: ‘আন্ডারস্ট্যান্ডিং ক্লাউডস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নগরীর শাহী ঈদগাহ আবহাওয়া অধিদফতর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

দিবসটি উপলক্ষে বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অন্যরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে আবহাওয়া বিষয়ক ও বৃষ্টি পরিমাপের যন্ত্রপাতি দেখানো হয়।

এ সময় আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মো. হাই জকি, স্থানীয় আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।