বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা যায়। এ হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়- ব্রিটেনের পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অবশ্য প্রাথমিক ওই হামলায় হামলাকারীসহ ৪ থেকে ৫ নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়।
স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে এ হামলার সূত্রপাত হয়। এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমইউএম/টিআই