বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকা থেকে তাকে আটক করা হয়। আশরাফুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকার মৃত. আব্দুল ওয়াদুদের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম বাংলানিউজকে জানান, দুপুরে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিমের নেতৃত্বে হাড়িসর্দার এলাকায় ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ১৩ পিস স্বর্ণবারসহ আশরাফুলকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/