ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ২ বাসের সংঘর্ষে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
সলঙ্গায় ২ বাসের সংঘর্ষে শিশু নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আকরাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন উভয় বাসের অন্তত ১০ যাত্রী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল করিম বাংলানিউজকে জানান, দুপুরে নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস সাহেবগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আকরাম মারা যায়। এসময় আহত হয়েছেন উভয় বাসের অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।