ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক জামিনে মুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক জামিনে মুক্ত প্রধান শিক্ষক রমজান আলী, ছবি: আরিফ জাহান

বগুড়া: ছাত্রদের দিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (দ্রুত বিচার) বিচারক শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করেন।

পরে প্রধান শিক্ষকের জামিন প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়। চলে শুনানি, পরে বিকেলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বুধবার (২২ মার্চ) দিনগত রাতে শহরের সূত্রাপুরে নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।