বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার (২২ মার্চ) বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বাংলাদেশ হাট পাঞ্জনখাড়া গ্রামের স্বপন হোসেন (২৬), এজাজ হোসেন (২৭) ও জাহাঙ্গীর আলম (২৫)। এসময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, গড়পাড়া গ্রাম থেকে মো. হোসেন (২৫) সিংগাইর উপজেলার গোপালনগর গ্রামের আব্বাস ফকির (৩৬), বিনোদপুর ঋষিপাড়া গ্রামের মন্তোষ দাস (৩৫) ও সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার পরান আলী, শিবালয় উপজেলার নয়াবাড়ী গ্রামের আলমগীর হোসেন (২২), আরিচা ফেরিঘাট এলাকার বিজয় কুণ্ডুকে (৪২) আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/