বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন পারভীন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান, এজিএম নুরুল ইসলাম, গাজীপুর জোনাল অফিসের এজিএম নাহিদ কামালসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরএস/জেডএস