ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ চুরির দায়ে দু’জনকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বিদ্যুৎ চুরির দায়ে দু’জনকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে দু’জনকে ৫ লাখ ৩৯ হাজার ৫৬৭ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন পারভীন।  

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পানিশাইল এলাকার মো. সোহেল মোল্লাকে ৩ লাখ ৩০ হাজার ১৪৩ টাকা এবং মাধবপুর এলাকার মো. আলমগীর হোসেনকে ২ লাখ ৯ হাজার ৪২৪ টাকা জরিমানা করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান, এজিএম নুরুল ইসলাম, গাজীপুর জোনাল অফিসের এজিএম নাহিদ কামালসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।