ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী ইবনে কায়সার মুকুলকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মুকুল সিংগাইর উপজেলার বায়রা গ্রামের ফেরদৌস মাস্টারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে স্ত্রী নার্গিস আক্তারকে কুপিয়ে মারাত্মক জখম করেন মুকুল। এসময় নার্গিসকে বাঁচাতে গৃহকর্মী সাকী বেগম (৪৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলে নার্গিস আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় সাকী বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ঘটনায় নার্গিসের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে ওইদিনই সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মুকুলকে গ্রেফতার করে। ঘটনার তিন মাস পর ২০১৩ সালের ১৯ মার্চ আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মথুরনাথ ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।