বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
তবে ঘটনার সময় গোডাউনে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, কেউ শত্রুতা করে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ২০ মণ পাট, ৫শ’ মণ মশুর ডাল ও সাড়ে ১৯ মণ খেশারি ডাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান দাবি করেছেন অগ্নিকাণ্ডে তার অন্তত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/জেডএস