বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জেলার সদর উপজেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেন।
এর আগে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মহানগরের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মাদকসেবন করার সময় তাদের আটক করে।
জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, মাদকসেবনকালে সিদ্ধিরগঞ্জ সানাপাড় এলাকা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টিআই