ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি ডিউকের মতবিনিময়

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বদরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি ডিউকের মতবিনিময় সাংবাদিকদের সঙ্গে এমপি ডিউক চৌধুরীর মতবিনিময়-ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে এমপি ডিউক চৌধুরী মতবিনিময় করেছেন। এসময় তিনি রংপুর-২ বদরগঞ্জ তারাগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় ডাক বাংলোয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ডিউক বলেন, বদরগঞ্জ ও তারাগঞ্জ ডিগ্রি কলেজ সরকারিকরণ, চর্তুথ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, বদরগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ, বদরগঞ্জ ও তারাগঞ্জকে শতভাগ বিদ্যুতায়ন প্রস্তাব পাস ও সাব-স্টেশন নির্মাণ, চম্পাতলি ও ধোপানিরঘাটে ব্রিজ নির্মাণ, বিষ্ণুপুর থেকে মাটেরহাট ভায়া কালিগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার কাজ, তারাগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, ১০৭ কোটি টাকা ব্যয়ে পল্লী উন্নয়ন একাডেমির নির্মাণ কাজ।

এছাড়া বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা ও কাঁচা রাস্তা পাকাকরণের কাজ পুরোদমে চলছে। তাছাড়া সেতু, কালভার্ট, অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২১০টি উন্নয়ন প্রকল্পসহ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে।  

সভায় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহসিনা বেগম, জেলা পরিষদ সদস্য মমতাজ হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন, সাবেক ডেপুটি কমান্ডার ও বদরগঞ্জ কৃষক লীগের সভাপতি মাহাবুবার রহমান হাবলু, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ও মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।