বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার অভিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল বগুড়া জেলা শহরের মধ্যপাড়া এলাকার জাহের আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, দুপুরে বগুড়া থেকে মালবোঝাই ট্রাক নিয়ে রংপুর যাচ্ছিলেন এমদাদুল ও চালক। পথে অভিরামপুর এলাকায় এলে অপর একটি ট্রাক তাদের ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ট্রাকটি নিয়ন্ত্রণে নিলেও হেলপার এমদাদুল মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/