বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় পাথর কোয়ারিতে ৭টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিবেশের ছাড়পত্র বিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং শ্যালো মেশিনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনইউ/এসআরএস/আরআই